ভোলায় হঠাৎ করে এক সপ্তাহ ধরে হু হু করে করোনার প্রভাব বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা গেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিধিনিষেধের সপ্তম দিন সকালে শহরের রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সদর রোড, চকবাজার, কাঁচাবাজার ও নতুন বাজার এলাকায় মানুষের চলাচল তুলনামূলক বেশি। এসব মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। এ ছাড়া বেশ কিছু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনা চালিয়ে যাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না বিধিনিষেধ অমান্যকারীকে করা হচ্ছে জেল-জরিমানা। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ানুল ইসলাম জানান, ১ জুলাই থেকে আজ (২৯ জুলাই) পর্যন্ত ২ হাজার ৪০৮ জনকে ২০ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ পর্যন্ত জেলার মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হয় ১ হাজার ৪৫৩ জন। আর গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। এ ছাড়া করোনা আইসোলেশন ইউনিটে ৭১ জন রোগী চিকিৎসাধীন।